Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:১২

গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট 

গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট 

ক্রীড়া প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ জেলা পর্যায়ের উদ্বোধন করা হয়।

আজ সোমবার বিকেলে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন প্রমুখ। উদ্বোধনী দিনের খেলায় সুন্দরগঞ্জ ডিডাব্লিউ সরকারি কলেজ ১-০ গোলে সাদুল্যাপুর সরকারি কলেজকে পরাজিত করে।

মঙ্গলবার গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ও নলডাঙ্গা ডিগ্রী কলেজের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে মোট ১৬টি কলেজ দল অংশ নিচ্ছে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad